১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চকরিয়ায় জমির দখল নিয়ে গোলাগুলিতে একজন নিহত, আহত ১২

-

কক্সবাজারের চকরিয়ায় বিরোধপূর্ণ জমির দখল নিতে গিয়ে দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। তন্মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করার খবর পাওয়া গেছে। গতকাল দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিম পাড়ায় এ ঘটনা ঘটে। পেকুয়ার আক্তার মিয়া ও ঢেমুশিয়ার আবদুস শুক্কুর গংয়ের মধ্যে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুস শুক্কুর (৫৫)। তিনি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে। আহতদের মধ্যে চমেকে নিয়ে যাওয়া হয় কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিম পাড়ার ফিরোজ আহমদের ছেলে মোহাম্মদ রুবেলকে (৩০)। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ব্যক্তিরা হলেন মনোহর আলম (৪৫), বেলাল উদ্দিন (৩০), নূর হোছাইন (৪০), মো: ইসমাইল (১৭), ইমরানুল হক (১৭) ও আবু ছিদ্দিক (৫৫)। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিম পাড়ায় বিপুল বিরোধপূর্ণ জমি রয়েছে।


আরো সংবাদ



premium cement