১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মিরসরাইয়ে ৩ জনের মনোনয়ন দাখিল পোরশায় আ’লীগ প্রার্থীর মনোনয়ন জমা উপজেলা পরিষদ নির্বাচন

-

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রামের মিরসরাইয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী গতকাল মনোনয়ন দাখিল করেছেন। সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ জসীম উদ্দিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এরপর ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আলা উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, সদস্য জিতেন্দ্রনাথ মিন্টু, আলহাজ মহিউদ্দিন রাশেদ, খোরশেদ আলম আজাদ, নুরুল হুদা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান খায়রুল আলম, যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কবির আহম্মদ নিজামী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব।
মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিউজ্জামান জানান, চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে নওগাঁর পোরশায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, পোরশা বড় মাদরাসার মহাপরিচালক শরিফুদ্দিন শাহ ও মজিবুল হক শাহ। মনোনয়পত্র জমাদানের পূর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে এক সভায় উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পোরশা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।


আরো সংবাদ



premium cement
মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের

সকল