২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পিরোজপুরে জরাজীর্ণ ৩ সেতু দিয়ে চলছে যানবাহন

-

পিরোজপুরের ইন্দুরকানীতে তিনটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিেিয় চলাচল করছে যানবাহন। ইন্দুরকানী-কলারণ সড়কের ফকিরহাট বেইলি সেতু ও চরবলেশ্বর মিলবাড়ি বেইলি সেতু দুটো প্রায় তিন বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়া চণ্ডিপুর মালবাড়ি বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ থাকায় ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সতর্কতামূলক সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ। এ সেতু দিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল রুটে দূরপাল্লার যানবাহন ছাড়াও অভ্যন্তরীণ রুটের শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। এ দিকে দীর্ঘ দিন ধরে ফকিরহাট ও চরবশ্বের সেতু দু’টির বেশির ভাগ স্লিপার মরিচা ধরে ভেঙে গেলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃষ্টি আছে বলে মনে হয় না।
রাতের অন্ধকারে সেতু পার হতে গিয়ে পথচারীরা প্রায়ই ভেঙে যাওয়া স্লিপারের মধ্যে পা ঢুকে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হন। এ ছাড়া ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনের চাকা ভাঙা স্লিপারের মধ্যে ঢুকে পড়ার ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন দেখা যায়, ফকিরহাট বেইলি সেতুর তিনটি স্লিপার মরিচা ধরে ভেঙে গেছে। এ সেতুটির আরো তিনটি স্লিপার মরিচা ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ ছাড়া চরবলেশ্বর মিলবাড়ি সেতুটির চারটি স্লিপার ভেঙে গেছে এবং আরো ১০ টি স্লিপার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহনের ভারে যেকোনো সময় সেতু দু’টির মরিচা ধরা স্লিপারগুলো ভেঙে খালে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আর চণ্ডিপুর মিলবাড়ি সেতুটি ঝুঁকিপূর্ণ থাকায় ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সড়ক বিভাগ থেকে।
বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, সেতু দু’টির ভেঙে যাওয়া স্লিপারগুলোর দ্রুত মেরামত প্রয়োজন।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ফকরুল ইসলাম বলেন, সড়কটি আমার দায়িত্বের আওতার মধ্যে নয়। তথাপিও বেইলি, সেতুগুলোর বর্তমান দুরবস্থার ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement