১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কচুয়ায় গৃহবধূ শান্তা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

-

চাঁদপুরের কচুয়ায় গৃহবধূ শান্তা আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার নলুয়া বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শান্তা আক্তারের স্বজন ছাড়াও এলাকার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কয়েক হাজার এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা শান্তা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে হত্যাকাণ্ডের শিকার হন শান্তা আক্তার। এ সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এই ঘটনায় শান্তার শাশুড়ি দেলোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শান্তার স্বামী রুবেল হোসেন ও শ্বশুর নুরুল ইসলাম মধ্যপ্রাচ্যে থাকেন। মূলত যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে গৃহবধূ শান্তাকে হত্যা করে।

 


আরো সংবাদ



premium cement