২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বালিয়াকান্দিতে বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

-

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জাবরকোল গ্রামে বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, বালিয়াকান্দি ইউনিয়নের জাবরকোল গ্রামের আওয়ামী লীগ সমর্থক জালাল মিয়ার ছেলে কামাল মিয়া বাদি হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি গোলাম সরোয়ার ভুঁইয়া, সাধারণ সম্পাদক মহসীন খান, হাবিবুর রহমান, খসরু খান, জেলা বিএনপির সহসভাপতি গোলাম শওকত সিরাজ, তরুণ দলের সভাপতি ইউসুফ রেজা হিরু, ছাত্রদল নেতা কামরুল হাসান শিমুল, মীর আক্তার, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মনিরুল ইসলাম রতন, ইউপি সদস্য তাছির উদ্দিন মোল্লা, মোতালেব হোসেন মিয়া, ছাত্রদল নেতা খন্দকার শিবলু, বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শহর আলী, বহরপুর ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মিজানুর রহমান বিল্লাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ, ছাত্রদল নেতা ইয়ারুল শেখ, রেজাউল শেখ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার এজাজুল হক মনা, রশিদ মোল্লা, মফিজ শেখ, জহুর শেখ, আশরাফুল, খলিল ফকির, আনোয়ার খান মুক্ত, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, আবদুল মান্নান মৃধা, জাহিদুল ইসলাম, শাহ জাহান মিয়া, আয়নাল দেওয়ান, রঞ্জু সরদার, আলীমসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার সাতজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু বলেন, একটি সাজানো মামলায় বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে গায়েবি মামলা করেছে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, মামলার এজাহারনামীয় সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement