২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মির্জাপুরে আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তায় উন্নয়নের ছোঁয়া পড়েনি

-

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়ক মির্জাপুর উপজেলার আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তার বেহাল দশা দীর্ঘ দিন ধরে। যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই।
স্থানীয়রা জানান, আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি স্থানীয়ভাবে বেশ গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও হাজার হাজার লোকজন যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাঁদায় পূর্ণ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন জনসাধারণের দুর্ভোগের শেষ থাকে না। স্থানীয়দের দীর্ঘ দিনের দাবি রাস্তাটি পাকাকরণের।
জামুর্কি ইউনিয়ন পরিষদের কাটরা গ্রামের ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন, আব্দুর রউফ, সোহেল দেওয়ান বলেন, রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি পাকাকরণের জন্য প্রকল্প তৈরি করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ওই রাস্তাটি পাকা করা হবে।

 


আরো সংবাদ



premium cement