২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফেনীর তিন আসনে মনোনয়ন দৌড়ে ৩ চৌধুরী

-

ফেনী জেলার তিনটি আসনে এবার দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন তিন প্রার্থীÑ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অবসরপ্রাপ্ত লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী। রাজনীতিতে ইকবাল সোবহান চৌধুরী পুরনো হলেও অপর দুইজন ভোটের মাঠে নতুন।
দলীয় সূত্র জানায়, ফেনী-১ আসনে প্রথমবারের মতো নির্বাচনে নামতে চেয়েছেন আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এ আসনে মনোনয়ন পেতে ফরম কিনেছেন সাবেক মন্ত্রী লে: কর্নেল (অব:) জাফর ইমাম, আলোচিত আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারী, আবদুল কাদের ভূঞা ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঞা। এ আসনে ১৯৯১ সাল থেকে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৪ সালের নির্বাচনে জেলা আওয়ামী লীগ সহসভাপতি খায়রুল বাশার মজুমদারকে মনোনয়ন দেয়া হলেও মহাজোট প্রার্থী শিরিন আখতারকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবারো শিরিন আখতারের মহাজোটের প্রার্থিতা নিশ্চিত বলে গুঞ্জন রয়েছে। দীর্ঘ দিন দলীয় প্রার্থিতার আশায় মাঠে থাকলেও নাসিম চৌধুরীকে সমর্থন জানিয়ে শেষমুহূর্তে সরে দাঁড়ান ২০১৪ সালে মনোনয়ন পাওয়া জেলা সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, হাব নেতা শেখ আবদুল্লাহ।
ফেনী-২ আসনে মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন ২০০৮ সালের আওয়ামী লীগের প্রার্থী ইকবাল সোবহান চৌধুরী। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সে নির্বাচনে তিনি বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ভিপির কাছে হেরে যান। জেলার রাজনীতির কেন্দ্রবিন্দু এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন হাজারী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুদ্দিন নাসির, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আজহারুল হক আরজু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফারুক আলম, সাবেক যুবলীগ নেতা কাজী ওয়ালি উদ্দিন ফয়সাল।
নিজাম হাজারী সমর্থকদের অভিযোগ, ২০০৮ সালের নির্বাচন এবং ২০১২ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর নির্বাচনী এলাকার খোঁজ রাখেননি ইকবাল সোবহান চৌধুরী। ফলে এবার দলের প্রার্থিতা চাইলেও মাঠের জনপ্রিয়তা বিবেচনায় নিজাম হাজারীই প্রার্থিতা পাবেন।
এদিকে অন্য সব মনোনয়নপ্রত্যাশীরাই নিজাম হাজারীর বিরুদ্ধে একাট্টা হয়ে রাজধানীতে জোর লবিং চালাচ্ছেন। ইকবাল সোবহান চৌধুরীর মনোনয়ন পেলে তারা সব তার পেছনেই থাকবেন।
জেলার নির্বাচনী রাজনীতিতে এবার আলোচনার ঝড় তুলেছেন ওয়ান-ইলেভেনের আলোচিত সেনা কর্মকর্তা লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। প্রথমে নৌকা চেয়ে ফরম জমা দিলেও দুই দিন পর লাঙ্গলের ফরম কিনেছেন তিনি। একইসাথে পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্টির চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টা পদ। এর আগে এ আসনে দলের চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার জাপার প্রার্থী হিসেবে প্রচার রয়েছে। ২০১৪ সালের নির্বাচনে রিন্টু আনোয়ারই জাপার হয়ে মহাজোটের প্রার্থী ছিলেন। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিম উল্লাহকে সমর্থন দিয়ে জিতিয়ে নেয় দলের নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচনে এমপি রহিম উল্লাহ ছাড়াও গতবারের নৌকার প্রার্থী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নিজাম চৌধুরী, কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার, কেন্দ্রীয় মহিলা লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেড এম কামরুল আনাম, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, জাপান আওয়ামী লীগ সভাপতি সামছুল আলম ভুট্টু, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ আসনে জাপা প্রার্থী হয়ে লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মহাজোটের প্রার্থী হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জোটের প্রধান শরিক আওয়ামী লীগে। এতে করে মাসুদ চৌধুরী সমর্থকদেরও দুশ্চিন্তা বাড়ছে।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল