২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ফেনী-৩ আসন

আ’লীগ থেকে ২০ বিএনপি থেকে ২২ জন মনোনয়ন চান

-

ফেনী-৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪৪ জন।
আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২০ প্রার্থী। তারা হলেন বর্তমান এমপি হাজী রহিম উল্লাহ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি আবুল বাশার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক সেনা কর্মকর্তা লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরমেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, মহিলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী, অভিনেত্রী শমী কায়সার, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ন, প্রকৌশলী নুরুল হুদা, সাবেক এমপি জয়নাল হাজারী, আইনজীবী শাহজাহান সাজু, আওয়ামী লীগ নেতা সামছুল আলম, মিরপুর থানা আওয়ামী লীগ নেতা এস ডি এম দিদার, সাফদার হোসেন, ব্যবসায়ী জুলফিকার হায়দার, ইব্রাহিম আবির ও ফেনী জেলা সভাপতি আবদুর রহমান।
বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২২ প্রার্থী। তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সাবেক সহদফতর সম্পাদক আবদুল লতিফ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার, সাবেক সেনা কর্মকর্তা নাছির উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, প্রবাসী বিএনপি নেতা সোলেমান ভূঞা, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ্জামান, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলু, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, সাংগঠনিক সম্পাদক আমীন উদ্দিন দোলন, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, আইনজীবী সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক, প্রবাসী বিএনপি নেতা পেয়ার আহাম্মদ, বিএনপি নেতা নাজমুল করিম, সাইফুল ইসলাম, বেলাল মিল্লাত, রফিকুল ইসলাম, মেজবাউল মিল্লাত ও মোর্শেদ আলম।
জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রিন্টু আনোয়ার, সাবেক সেনা কর্মকর্তা লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী আলো ও কেন্দ্রীয় নেতা শেখ মাসুদ।


আরো সংবাদ



premium cement