১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
নীলফামারী-৪ আসন

বিএনপির মনোনয়ন চান কৃষিবিদ পারভীন আক্তার

-

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান কৃষিবিদ পারভীন আক্তার। সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর গ্রামের মেয়ে পারভীন আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে কৃষিবিদ ইনস্টিটিউটে সদস্য হিসেবে যোগদান করেন। তিনি কালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেরও সদস্য। জিয়াউর রহমান ফাউন্ডেশনেরও সদস্য তিনি। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে তিনি সৈয়দপুর-কিশোরগঞ্জ অঞ্চলের মানুষের প্রকৃত উন্নয়ন করতে চান। আগামীতে দলীয় হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করে নেতাকর্মী সবাইকে নিয়ে চলতে চান।
কৃষিবিদ পারভীন আক্তারের বাবা ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিষয়ক শিক্ষক। তার বাবাও একজন জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিত্ব। তার হাত ধরেই তিনি বিএনপিতে প্রবেশ করেন। আগামীতেও সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে আরো ব্যাপক উন্নয়ন ও সহযোগিতা দেয়ার প্রত্যাশাতেই তিনি নির্বাচন করতে চান।

 


আরো সংবাদ



premium cement