১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ময়মনসিংহ-১০ আসন পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী হতে চান অ্যাডভোকেট ফাত্তাহ খান

-

গত ১২ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনটি পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের মনোনয়ন চান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় বুথ থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। গফরগাঁও-পাগলা আসনটি পুনরুদ্ধারে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আল ফাত্তাহ খান দীর্ঘদিন ধরে এলাকার নেতাকর্মী ও সমর্থকসহ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বহু নেতাকর্মীকে মামলায় জামিনে মুক্ত করেছেন। তিনি এলাকার মানুষের কাছে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। পেশাগতভাবে তিনি একজন আয়কর আইনজীবী।
অ্যাডভোকেট আল ফাত্তাহ খান বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সবসময় মাঠে থেকেছি। জেল খেটেছি। একাধিক মামলার আসামি হয়েছি। দল মনোনয়ন দিলে এবং সুষ্ঠু নির্বাচন হলে এ আসনটি পুনরুদ্ধার করে জয়ী হবো ইনশাআল্লাহ। তিনি এলাকার সব ভোটারের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 


আরো সংবাদ



premium cement