১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

-

খুলনায় চারটি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হচ্ছেÑ রাজ্জাক চৌধুরী (৩৩), মাসুম ওরফে ফারুক চৌধুরী (৩৮), আরিফুজ্জামান ওরফে শরীফ (৩৮), রিপন গাজী (৩০), আলমগীর হোসেন (৩২), সাগর মিয়া (৪০), হিরা মিয়া (৩৫), সোহেল ওরফে রাহেজ ওরফে হারেজ (৩৪), আনিসুর রহমান (২৫) ও গফুর আলী (৩৮)। তাদের কাছ থেকে পুলিশ ব্যবহার করে এমন কিছু সরঞ্জাম ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
খুলনা জেলা ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রূপসা কুদির বটতলা মোড়সংলগ্ন খানজাহান আলী সেতু বাইপাস সড়কের গফফার শেখের ঘেরের পাশ থেকে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি অত্যাধুনিক ৭ পয়েন্ট ৬৫ এমএম পিস্তল, তিন রাউন্ড পিস্তলের গুলি, তিনটি অত্যাধুনিক পি-শার্টারগান, ডিবি পুলিশের সাতটি কটি, পুলিশের চারটি ভুঁয়া আইডি কার্ড, তিনটি পিস্তলের কভার, চারটি টর্চ লাইট, চারটি বাঁশি, এক জোড়া হ্যান্ডকাফ ও ডিবি পুলিশ লেখা দু’টি লেমেনেটিং কার্ড উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আরো একটি কালো রঙের মাইক্রোবাসে করে চার-পাঁচজন ডাকাত পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রূপসা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু’টি পৃথক মামলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement