২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাজশাহীতে কিশোরের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবককে হত্যা
-

রাজশাহীতে রেলস্টেশনে আসা আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসের ছাদ থেকে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী জিআরপি থানা পুলিশ জানায়, সকাল ৭টা ২০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের গার্ড একটি বগির ছাদ থেকে রক্ত পড়তে দেখেন। তখন পুলিশ গিয়ে ছাদের ওপর এক কিশোরের রক্তাক্ত লাশ পায়। তবে এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী রেলস্টেশনে আসে। পরে এটি পরিষ্কার করার জন্য ওয়াশপিটে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী পৌঁছার আগেই তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিন্তু ওয়াশের সময় কেউ ওপরে না ওঠায় লাশটি দেখা যায়নি। সকালে ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে আনার পর রক্ত ঝরতে দেখে বিষয়টি গার্ডের চোখে পড়ে।
পুলিশ আরো জানায়, ট্রেনের ছাদে কিশোরের লাশ কিভাবে গেল সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।
লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরে কুশাখালীর কল্যাণপুর এলাকায় রাসেল হোসেন নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করার পর তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রাসেল সদর উপজেলার কুশাখালীর পূর্ব কল্যাণপুর গ্রামের মাইনউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতের কেউ রাসেল হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে গলা কেটে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে পালিয়ে যায়। সকালে বাড়ির পাশে গাছের সাথে রাসেল হোসেনের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
নিহতের স্বজনেরা জানান, একই এলাকার কালন মিয়ার একটি গরু চুরি হয়। এ ঘটনায় রাসেলকে অভিযুক্ত করে সোমবার সন্ধ্যায় এলাকায় একটি সালিশ বেঠকের আয়োজন করে স্থানীয় ইউপি সদস্য মো: ইউসুফ। ওই সালিশ বেঠকে রাসেলের ৫ হাজার টাকা জরিমানা ও ৫০ বেত্রাঘাতের রায় দেন ইউপি সদস্য ইউসুফসহ অন্যরা। এ ঘটনার জেরে রাসেল হোসেনকে কালন মিয়া ও তার ছেলে বেলাল হোসেন মোবাইল ফোনে ডেকে নিয়ে গলাকেটে হত্যার পর লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ স্বজনদের।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো: আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement
ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায়

সকল