২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রাজাপুরে বলগেটের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে

২০ গ্রামের মানুষের দুর্ভোগ
-

ঝালকাঠির রাজাপুরের দুই ইউনিয়নের সংযোগ সড়কের চাড়াখালি বাজারসংলগ্ন পোনা নদীর ওপরে একমাত্র ঢালাই আয়রন ব্রিজটি গতকাল সোমবার রাতে বালুভর্তি বলগেটের ধাক্কায় ভেঙে খালে পড়ে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ এ ঘটনায় সুকানি ও মিস্ত্রিসহ বলগেটটি আটক করেছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছে গালুয়া ও সাতুরিয়া ইউনিয়নেয়র অন্তত ২০ গ্রামের মানুষ।
এ দিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় ওই খাল দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া ব্রিজ ভেঙে পড়ায় ব্রিজের দুই প্রান্তের রোগী, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
উপজেলার ১০৭ নম্বর মধ্য চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আজাদ খান জানান, রাতে বালুভর্তি বলগেটের ধাক্কায় ব্রিজটির মাঝ বরাবর ভেঙে খালের মধ্যে পড়েছে। সাতুরিয়া ও গালুয়া এ দুই ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কের এ ব্রিজটি ভেঙে পড়ায় মধ্য চাড়াখালি সরকারি প্রাথামিক বিদ্যালয়, চাড়াখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীর স্কুলে যাওয়া-আসায় চরম বিঘœ ঘটছে। অনেক শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ছাড়া আশপাশের প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি মেরামত কিংবা পুনর্নির্মাণ না করা হলে চাড়াখালি বাজারে ব্যবসায় বাণিজ্যে ধস নামতে পারে।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়ার নজরুল ইসলামের মালিকানাধীন হিযরত-১ নামে বলগেট, পাথারঘাটার কালমেগা গ্রামের মজিদ খানের ছেলে বলগেটের সুকানি হাসান খান ও ভাণ্ডারিয়ার উত্তর গৌরিপুর গ্রামের মফিজুদ্দিন হাওলাদারের ছেলে বলগেটের মিস্ত্রি সাইমুন হাওলাদারকে আটক করা হয়েছে। বলগেটের সুকানির ভুলে এ দুর্ঘটনাটি ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলজিইডির রাজাপুর উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, প্রায় ১৫ বছর আগে ১০ লাখ টাকা ব্যয়ে চাড়াখালি গ্রামের পোনা নদীর ওপরে আরডিপি প্রকল্প-১৯ এর আওতায় এলজিইডির তত্ত্বাবধানে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ভেঙে যাওয়া ব্রিজটি জনস্বার্থে জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবহিত করা হবে বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই শরীয়তপুরে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ

সকল