২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চৌদ্দগ্রামের গুণবতী-পদুয়া সড়কের বেহাল দশা ভোগান্তি চরমে

-

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী-পদুয়া সড়কের বেহাল দশায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গুণবতীতে কাদের মিয়ার মাজার-সংলগ্ন স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের একাধিক বড় গর্তে বৃষ্টি হলেই হাঁটুপরিমাণ পানি জমে থাকে। ফলে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশার যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত অন্যতম একটি সড়ক ‘গুণবতী-পদুয়া সড়ক’। গুণবতীতে রেলস্টেশন থাকায় প্রতিদিনই দূর-দূরান্তের হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু সড়কের পদুয়া বাজার, শিলরী, লক্ষীপুর, ফেরিঘাট ও গুণবতী বাজারের পূর্ব পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে থাকায় গাড়ি চলাচলের সময় পাশের পথচারীদের শরীরে পানি ছিটকে পড়ে। এতে স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ দিন ধরে সড়কটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগে নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।

 


আরো সংবাদ



premium cement