২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
টাঙ্গাইলে নাটাবের মতবিনিময় সভা

দেশে প্রতি ১০ মিনিটে একজন যক্ষ্মা রোগী মারা যায়

-

বাংলাদেশে প্রতিবছর তিন লাখের মত মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। এর মধ্যে প্রতিবছর মারা যায় অন্তত ৬৫ থেকে ৭০ হাজার মানুষ। সেই হিসেবে প্রতি দুই মিনিটে আক্রান্ত হয় একজন। আর এ রোগে আক্রান্ত হয়ে প্রতি ১০ মিনিটে একজন করে রোগী মারা যায়।
যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা এ তথ্য জানান। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল শনিবার সকালে জেলা বার সমিতির হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহাম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন নাটাব টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ডা. শম্ভুনাথ চক্রবর্তী। অন্যদের মধ্যে জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামস উদ্দিন, নাটাবের প্রজেক্ট কো-অর্ডিনেটর একেএম খলিলুল্লাহ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সিনিয়র টিএলসিএ কোরবান আলী মিলন প্রমুখ বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবু রায়হান খান।
মতবিনিময় সভার দ্বিতীয় পর্বে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্টপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে আইনজীবীদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটাবের প্রজেক্ট কো-অর্ডিনেটর একেএম খলিলুল্লাহ তামাকজাত দ্রব্যের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে সভায় বক্তৃতা করেন।


আরো সংবাদ



premium cement