২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বন্যাপরিস্থিতি অপরিবর্তিত ফুলছড়ির ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

-

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি না পাওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সার্বিক বন্যাপরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে আঙিনায় পানি প্রবেশ করায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানিতে আমন ক্ষেত ডুবে থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ের মেরিন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি না বাড়লেও ফুলছড়ি তিস্তামুখঘাট পয়েন্টে এখনো বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদের তীরবর্তী নি¤œাঞ্চল এলাকায় রোপিত আমন ক্ষেত গত কয়েকদিন থেকে পানির নিচে তলিয়ে আছে। এ অবস্থায় বেশি দিন থাকলে ফসল নষ্ট হবে বলে স্থানীয় কৃষিবিভাগ ধারণা করছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চরাঞ্চলের ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পানি প্রবেশ করায় ওইসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে- রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিয়াডাঙা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটকগাছা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খঞ্চাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্দারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সন্যাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জিগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়াবাঁধা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার জানান, চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় সেগুলোর পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যান্য বিদ্যালয়ের পাঠদানসহ সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement

সকল