২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন

-

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে। এই ইউনিটে প্রতিদিন তিন শিফটে ১০ জন করে ৩০ জন কিডনি রোগীর ডায়ালাইসিস করানো যাবে।
গত সোমবার দুপুরে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি একরামুল করিম চৌধুরী এই ইউনিটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবু আলম, সিভিল সার্জন ডা: বিধান চন্দ্র সেন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যা খান সোহেল, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: খলিল উল্যাহ, নোয়াখালী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ও স্বাচিপ নোয়াখালীর সভাপতি ডা: ফজলে এলাহী খাঁন, সাধারণ সম্পাদক ডা: মাহবুব রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্ট প্রমুখ।
কিডনি ডায়ালাইসিস ইউনিটের তত্ত্বাবধানে থাকা নোয়াখালী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা: ফজলে এলাহী খাঁন বলেন, ইউনিটটি চালু হওয়ায় জেলার হতদরিদ্রদের চিকিৎসাসেবার পথ সুগম হলো।

 


আরো সংবাদ



premium cement