২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভাঙ্গুড়ায় এনজিওর কিস্তি দিতে না পারায় বিধবা বাড়ি ছাড়া

-

পাবনার ভাঙ্গুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ঋণের কিস্তির টাকা দিতে না পারায় সামর্থ্য বানু (৭০) নামে এক বিধবা পালিয়ে বেড়াচ্ছেন। বিধবা পৌরসভার সারুটিয়া ওয়াপদা বাঁধ মহল্লার মৃত খলিল প্রামাণিকের স্ত্রী।
সামর্থ্য বানু জানান, গত বছর ব্র্যাকের ভাঙ্গুড়া শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। নিয়মিত কিস্তির টাকাও পরিশোধ করেন। গত ৭ আগস্ট তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাদের কোনো সন্তান বা উপার্জনক্ষম উত্তারাধিকারী না থাকায় অন্যের বাড়ি কাজ করে কোনো রকমে দিন কাটাছিল তার। এরই মধ্যে এনজিও ব্র্যাকের কর্মীরা প্রায় দিন তার বাড়ি গিয়ে অপদস্ত করাসহ মামলা দিয়ে তাকে জেলে দেয়ার হুমকি দেয়। এতে ভীত হয়ে তিনি নিজ ভিটে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সোমবার ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আবু হেনা জানান, ওই বিধবার স্বামীর নামে বীমা করা ছিল না। এজন্য তাদের কিস্তি মওকুফ করা হয়নি। ফলে টাকা পরিশোধ করতে হবে।


আরো সংবাদ



premium cement