২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

পিরোজপুরে এ্যানী রহমানের গাড়িবহরে হামলা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। তিনি মঙ্গলবার টুঙ্গিপাড়ার বাড়ি থেকে পিরোজপুর শহরের বাসভবনে আসার পথে শহরের হোটেল বিলাস চত্বরে তার গাড়িবহরে রাত সাড়ে ৮টার দিকে ২০-২৫ জন যুবক হামলা চালায় বলে তিনি দাবি করেন। মুখে কাপড় বাঁধা যুবকেরা এ্যানী রহমানের গাড়ি লক্ষ্য করে গুলি করে এমন দাবি করে এ্যানী রহমান বলেন, দুর্বৃত্তদের হামলা থেকে আত্মরক্ষার জন্য তার স্বামী শেখ হাফিজুর রহমান লাইসেন্সকৃত পিস্তল থেকে ফাঁকা গুলি করেন। শেখ হাফিজুর রহমান বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব। পিরোজপুর সংবাদদাতা

বগুড়ায় ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে অভিযান
বগুড়ায় দই ব্যবসায়ী, রেস্টুরেন্ট মালিক ও অবৈধভাবে ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার বগুড়া শহরের সাতমাথা, কাঁঠালতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জরিমানা করা ও দণ্ড দেয়া হয়। ৪ এপিবিএন বগুড়ার সহযোগিতায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বগুড়া অফিস

মিরসরাইয়ে পুড়ে গেছে খাদ্যের গোডাউন
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পোলট্রি ফার্মের একটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত ১টায় উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক সারেংপাড়া গ্রামের ভাই ভাই পোলট্রি ফার্মের খাদ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফার্মের মালিক শাহাদাত হোসেন জানান, রাত ১২টার পর তিনি গোডাউন বন্ধ করে বাড়িতে যাওয়ার ১ ঘণ্টা পর খবর পান যে গোডাউনে আগুন লেগেছে। গোডাউনে আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, গোডাউনে আগুন লাগার কোনো কারণ নেই। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

নন্দীগ্রামে বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে উপজেলা আওয়ামী লীগ অফিস লক্ষ্য করে ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

গাবতলীতে ৩টি গাভী চুরি
পূর্বশত্রুতার জের ধরে বগুড়ার গাবতলী দনিপাড়া কৃষ্ণচন্দ্রপুরে মাধুরামপাড়া গ্রামে তপন কুমারের বাড়ি থেকে তিনটি গাভী চুরি করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত রোববার বেলা ২টায় কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত রনজিৎ কুমার সরকারের ছেলে তপন কুমার সরকার ও তার ছোট ভাই খগেন্দ্রনাথ সরকারের মধ্যে পূর্বশত্রুতা ও বিরোধ চলে আসছিল। গাবতলী (বগুড়া) সংবাদদাতা

ভোলায় আইনজীবীদের মানববন্ধন
চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের আদেশ বাতিলের দাবিতে ভোলায় আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হলে বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি বাড়বে। ন্যায়বিচার বঞ্চিত হবে সাধারণ মানুষ। এই আদালতের এখতিয়ার যেহেতু সমগ্র ভোলা জেলা, সেক্ষেত্রে ভোলা সদরের বিচারপ্রার্থীকেও ৭০ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলা সদরে গিয়ে মামলায় হাজিরা দিতে হবে। ভোলা সংবাদদাতা


আরো সংবাদ



premium cement