২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বড়াইগ্রামে পরিমাণে কম দেয়ায় ওএমএসের চাল বিতরণ বন্ধ

-

বড়াইগ্রামে পরিমাণে কম দেয়ার অভিযোগে অতিদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত সোমবার সকালে উপজেলার আহম্মেদপুর বাজার কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার আহম্মেদপুর বাজার কেন্দ্রে ৫০০ গ্রাহকের মধ্যে ১০ টাকা কেজি দরের ওএমএসের চাল বিতরণ উদ্বোধন করেন ইউএনও আনোয়ার পারভেজ। ইউএনও চলে যাওয়ার পর ডিলার ওয়াসিমুল বারী ওয়াসিমের বিতরণ করা চালের বস্তা নিয়ে সন্দেহ হয় উপকার ভোগীদের। ৩০০ টাকা দিয়ে কেনা ৩০ কেজি ওজনের কয়েক বস্তা চাল অন্যত্র ওজন করে প্রতি বস্তায় দুই-তিন কেজি করে কম দেখতে পান তারা। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি বিষয়টি ইউএনও ও খাদ্য কর্মকর্তাকে জানালে তারাও সেখানে গিয়ে অভিযোগের প্রমাণ পেয়ে চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।


আরো সংবাদ



premium cement