২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খাগড়াছড়িতে তিন পাহাড়ি সংগঠনের ডাকে সড়ক অবরোধ পালিত

-

খাগড়াছড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি তপন চাকমাসহ দলীয় নেতাকর্মী ও পথচারীদের মৃত্যুর প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম এ অবরোধের ডাক দিয়েছিল।
অবরোধের কারণে জেলার সব সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করলেও জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। পেরাছড়াসহ পানছড়ি সড়কে পিকেটিং করে প্রতিবাদকারীরা। গত শনিবার শহরের অদূরে স্বনির্ভর বাজারে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ইউপিডিএফ সমর্থিত দু’টি পাহাড়ি সংগঠনের তিন নেতাসহ মোট ছয়জন নিহত ও আরো তিনজন গুলিবিদ্ধ হয়। একই দিন দুপুরে পেরাছড়ায় পৃথক ঘটনায় আহত ছন কুমার চাকমাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার জন্য ইউপিডিএফ সংস্কারপন্থী বলে পরিচিত জনসংহতি সমিতিকে দায়ী করেছে। যদিও জনসংহতি সমিতি এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 


আরো সংবাদ



premium cement