২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ওষুধে কাজ হচ্ছে না রানীনগরে রোগ-বালাইয়ে আক্রান্ত বর্ষালি ধান

রানীনগরে বর্ষালি ধান লাল হয়ে মরে যাচ্ছে : নয়া দিগন্ত -

নওগাঁর রানীনগরে বর্ষালি ধান ব্যাপক হারে রোগ-বালাইয়ে আক্রান্ত হয়ে পড়েছে। ওষুধ প্রয়োগেও কাজ না হওয়ায় কৃষকদের মধ্যে ফলন বিপর্যয়ের আতঙ্ক দেখা দিয়েছে।
চলতি মওসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বর্ষালি ধান চাষ করা হয়েছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে খুব অল্প খরচে প্রতি বিঘা জমিতে ১৪-১৮ মণ পর্যন্ত ধানের ফলন হয়। বর্ষালি এ ধান কেটে তুলেই ওই জমিতে আবার ধান চাষ করেন তারা।
কৃষকেরা জানান, এবার ধান লাগানোর শুরু থেকেই পাতা লাল রঙ ধারণ করতে থাকেন। তারা করেছিলেন ধানের বয়স বাড়ার সাথে সাথে এবং বৃষ্টি হলে রোগ সেরে যাবে। অনেকে রোগ দূর করতে ওষুধ প্রয়োগ করেছেন। কিন্তু কোনো ফল পাচ্ছেন না। উপজেলার কালীগ্রাম, বড়িয়া পাড়া, করজগ্রাম, হরিপুর, সিলমাদার, ভেটি, সাঁতারবাড়িয়া, বেলঘড়িয়াসহ বিভিন্ন এলাকায় এ রোগ দেখা দিয়েছে।
এ ব্যাপারে রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার বলেন, বীজের সমস্যার কারণে ধান রোপণের শুরু থেকেই ছত্রাকজাতীয় এ রোগ দেখা দিয়েছে। তবে দ্রুত এ রোগ সেরে যাবে। এ ক্ষেত্রে ধানের ফলনের কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই।

 


আরো সংবাদ



premium cement