২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চৌদ্দগ্রামের আমানগণ্ডা-সলাকান্দি সড়কের বেহাল দশা

কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগণ্ডা-সলাকান্দি সড়কের অবস্থা। ছবিটি গুজরা এলাকা থেকে তোলা : নয়া দিগন্ত -

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগণ্ডা-সলাকান্দি সড়ক বড় বড় গর্তে ভরে গেছে। ফলে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে চলাচলে ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমানগণ্ডা-সলাকান্দি সড়ক দিয়ে প্রতিদিন শত শত সিএনজি বেবি ট্যাক্সিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এসব যানবাহনে করে এলাকাবাসী কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এ ছাড়া সড়কটি ব্যবহার করে সলাকান্দি জি সি উচ্চ বিদ্যালয়, সলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনুসাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসা, যুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমানগণ্ডা উচ্চ বিদ্যালয়, আমানগণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। বেশ কয়েক বছর জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না করায় বেশির ভাগ অংশের কার্পেটিং উঠে গেছে। বিশেষ করে সড়কের ঘোলপাশা ও গুজরা এলাকায় বেশির ভাগ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। কয়েকটি স্থানে নিজ প্রয়োজনে সড়কের পাশে বসবাসকারীরা ইট ফেলে চলাচলের উপযোগী করেছে। এক কথায় সড়কটিতে দুর্ভোগের শেষ নেই।
আমানগণ্ডা-সলাকান্দি সড়কে চলাচলকারী মানুষ সড়কটি মেরামতে রেলমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 


আরো সংবাদ



premium cement