২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া ও নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ : নয়া দিগন্ত -

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া ও নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের লোকজনের মধ্যে গতকাল বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উচালিয়াপাড়া গ্রামের সায়েদ মেম্বারের ছেলে খোকন মিয়া ও তেরকান্দা গ্রামের ফজু মেম্বারের ছেলে সাব্বির মিয়ার মধ্যে গত বুধবার বিকেলে উচালিয়াপাড়া মোড়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পর দিন বৃহস্পতিবার বেলা ১১টায় তেরকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচালিয়াপাড়া গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ তিনটি গরু ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার সূত্র ধরে উভয়পক্ষের লোকজন উচালিয়াপাড়া ও তেরকান্দা গ্রামের মধ্যস্থলে ফাঁকা জমিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়গ্রামের আশপাশের গ্রামগুলো থেকে লোকজন বিক্ষিপ্তভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা গড়ার সাথে সাথে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। অর্ধকিলোমিটার এলাকাজুড়ে খোলা মাঠে কয়েকটি স্থানে বিভক্ত হয়ে শত শত লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, সিনিয়ির এএসপি (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভঁইয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইকবাল হোসেনের নেতৃত্বে জেলার অতিরিক্ত পুলিশ ও বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আরশাদসহ অন্যান্য পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্র্যানেড ছুড়ে বিকেল সাড়ে ৩টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সাড়ে চার ঘণ্টার সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

 


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল