১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খোলপেটুয়ার বাঁধ ভেঙে তলিয়ে গেছে আশাশুনির শতাধিক মৎস্য ঘের

বেড়িবাঁধ ভেঙে আশাশুনির বিছট গ্রামে প্রবেশ করছে খোলপেটুয়া নদীর পানি : নয়া দিগন্ত -

খোলপেটুয়া নদীর জোয়ারের তোড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে বিছট গ্রামসহ আশপাশ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের। পানি বন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ নং পোল্ডারে বিছট গ্রামের সরদার বাড়ির সামনে প্রায় দেড়শ’ ফুট এলাকাজুড়ে বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যায়।
জেলা পরিষদের স্থানীয় সদস্য আব্দুল হাকিম জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি পাউবো কর্তৃপক্ষ বেশ কিছুদিন আগে বাঁধটি সংস্কারের জন্য একজন ঠিকাদার নিয়োগ দিলেও মূল ঠিকাদার এখানে কাজ করতে আসেনি। একাধিক হাত বদল হয়ে তৃতীয় একজন কাজ করতে এলেও তেমন গুরুত্ব দেননি তিনি। কাজ ফেলে তিনি কয়েকদিন আগে এলাকা ছেড়ে চলে গেছেন। তিনি বলেন, ঠিকাদার যথাসময়ে কাজ শুরু করলে আজ এই অবস্থার সৃষ্টি হতো না। অমাবস্যার কারণে নদীতে জোয়ার বৃদ্ধি পাওয়ায় গতকাল দুপুরের প্রবল জোয়ারের চাপে হঠাৎ করেই বাঁধটি নদীতে ধসে পড়ে। প্রায় দেড়শ’ ফুট এলাকা দিয়ে নদীর পানি প্রবল বেগে লোকালয়ে ঢুকছে। ইতোমধ্যে বিছট গ্রামের এক-তৃতীয়ংশ পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের। পানি বন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। তিনি আরো জানান, বেড়িবাঁধটি দ্রুত সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়বে।


আরো সংবাদ



premium cement