২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পশ্চিম জেরুসালেম ইসরাইলের রাজধানী : অস্ট্রেলিয়া

-

পশ্চিম জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজেই সাংবাদিকদের জানিয়েছেন একথা। তবে তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিবেই থাকবে। জেরুসালেম নিয়ে কোন শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা দূতাবাস স্থানান্তর করবে না।

তবে সেই সাথে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরো বলেছেন, পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগনের স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকেও অস্ট্রেলিয়া স্বীকৃতি দেয়। আল আকসা মসজিদসহ মুসলিমদের পবিত্র কয়েকটি স্থান পূর্ব জেরুসালেমে অবস্থিত।

এর ফলে এটি স্পষ্ট হলো যে, জেরুসালেমের দুই অংশ ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া। যদিও দুই দফা যুদ্ধে জেরুসালেম পুরোটাই দখল করেছে ইহুদিবাদী ইসরাইল। তারা মুসলিমদের এই পবিত্র নগরীতে রাজধানী প্রতিষ্ঠা করতে চায়। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব সম্প্রদায়ের মতকে উপেক্ষা করে সমগ্র জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে।


আরো সংবাদ



premium cement