২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের পদত্যাগ

-

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তার এ ঘোষণা এমন সময় এলো যখন দেশটির নতুন প্রধানমন্ত্রী স্কট মরিশন তার নতুন মন্ত্রিসভা ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার মরিশন নেতৃত্বের এক কঠিন নির্বাচনে জয়ী হন। খবর বিবিসির।

মিস বিশপ বলছেন, ২০১৯ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এখনো সে বিষয়ে সিদ্ধান্ত নেননি।

ম্যালকম টার্নবুল নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর বিশপ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অংশ নিয়েছিলেন। কিন্তু নির্বাচনের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যান তিনি।

এ প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়া তাকে লিবারেল পার্টির ১১ বছরের ডেপুটি লিডারের পদ থেকেও সরিয়ে দিয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার এ ৬২ বছর বয়সী বিশপ দুই দশক ধরে কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত আছেন।


আরো সংবাদ



premium cement