২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২ স্বর্ণপদকে সকাল শুরু

- ছবি : সংগৃহীত

১৩তম এসএ গেমসে আর্চারিতে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে আসরের অষ্টম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এরপর নারীদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ। এ নিয়ে আজকে দুটি স্বর্ণ জয় করলো বাংলাদেশ।

সকালে পোখারা স্টেডিয়ামের আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। অন্যদিকে নারীদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে নবম স্বর্ণপদক ছিনিয়ে নেয় বাংলাদেশ।

এর আগে গত সাতদিনে আরও সাতটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা। পরে তৃতীয় দিন তিনটি স্বর্ণ জেতেন কারাতেকারা। মাঝে তিনদিন স্বর্ণখরা থাকার পর গতকাল শনিবার আরো তিনটি স্বর্ণ আসে ভারোত্তলন থেকে।

১৩তম এসএ গেমসে এ পর্যন্ত বাংলাদেশ ৯টি স্বর্ণ ২২টি রৌপ্য এবং ৫৫টি ব্রোঞ্জসহ মোট ৮৫টি পদক জিতেছে।


আরো সংবাদ



premium cement