২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কোচিং ক্যারিয়ারে যেতে চান মালেকা

এস এ গেমসে বাংলাদেশ-নেপাল মহিলা কাবাডি খেলার দৃশ্য - ছবি : নয়া দিগন্ত

‘অনেক তো খেললাম। তাই এবার নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছে রয়েছে আমার।’ এমনটাই জানালেন বাংলাদেশের অভিজ্ঞ কাবাডি খেলোয়াড় শাহনাজ মালেকা।

কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসই মালেকার শেষ খেলা। দীর্ঘ ১৪ বছর দেশের মহিলা কাবাডিকে অনেক পদক এনে দিয়েছেন। ২০০৫ সালে কাবাডিতে আসেন মালেকা। এরপর দারুণ সব অর্জনের সারথী ছিলেন।

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমস থেকে বাংলাদেশকে ব্রোঞ্জপদক এনে দেয়া দলের অধিনায়ক ছিলেন শাহনাজ পারভীন মালেকা। একই বছর ঘরের ম্যাটে সাউথ এশিয়ান (এসএ) গেমসে রূপা জিতে আলোচনায় আসেন তিনি। এশিয়ান বিচ গেমসেও তার নেতৃত্বে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও দেশকে একটি ব্রোঞ্জ এনে দেয় তার দল। ২০১৬ সালে গৌহাটিতে দুর্দান্ত খেলে রুপা জেতেন শাহনাজ মালেকা। তবে ইনচনে জেতা সেই ব্রোঞ্জ হারান ইন্দোনেশিয়ার এশিয়াডে। সেই দুঃখ আজো তাকে তাড়িয়ে বেড়ায়, ‘আমার ক্যারিয়ারের দুঃখের দিন ছিল সেটি। চাইনিজ তাইপের কাছে প্রথম ম্যাচে হেরেই আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। যা পরে আর কাভার করতে পারিনি।’

এবারের গেমসের আগে সহকারী কোচ হিসেবে মহিলা দলের সাথে ছিলেন শাহনাজ পারভীন মালেকা। দীর্ঘ সময় পর ঠিক গেমসে আসার আগে তাকে দলে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। দেশের স্বার্থে শেষবারের মতো দলের হাল ধরেন, ‘আমি এবার খেলতে চাইনি। কোচ বললেন লেফটে কভার করার মতো কেউ নেই। তুমি খেলো। পরবর্তী সময়ে আমরা লেফটে একজনকে তৈরী করবো। আমাদের আসলে লেফটে কভার নেই। আমি সাউথ এশিয়ান গেমস চারটি, এশিয়ান গেমস তিনটি ও বিচ এশিয়ান গেমস খেলেছি ৪/৫টি। বাংলাদেশের কাবাডিকে আরো ভালো জায়গায় দেখতে চাই। অন্য দলগুলো এগিয়ে গেছে। আমাদের অনেক খেলোয়াড় অভিমানে রাগে ক্ষোভে ইচ্ছা করে চলে গেছে। ফলে এবারের আসরে অনেক নতুন খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত হয়েছে। অনেকের লিগামেন্টে সমস্যা থাকলেও আশা করছি নতুনেরা পরবর্তীতে বিজয়ের কেতন উড়াবে।’

বুধবার কাবাডির উদ্বোধনী দিনে বাংলাদেশ মহিলা কাবাডি দল ২৫-৩৬ পয়েন্টে হেরেছে স্বাগতিক নেপাল মহিলা কাবাডি দলের কাছে।


আরো সংবাদ



premium cement
কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র!

সকল