২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আনোয়ার ইব্রাহিমই প্রধানমন্ত্রী হচ্ছেন!

বুধবার কুয়ালালামপুরে নিজ বাসভবনের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন আনোয়ার ইব্রাহিম। - ছবি : মালয় মেইল

মালয়েশিয়ার সদ্য ক্ষমতা হারানো জোট পাকাতান হারাপান (পিএইচ) জানিয়েছে, তাদের এমপিরা পিকেআর দলের প্রেসিডেন্ট দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছেন।

বুধবার ইয়াং ডি-পারতুয়াং আগোংয়ে এক বৈঠকে মিলিত হন তারা।

তিন দলের এ জোট এক বিবৃতিতে জানিয়েছে, তারা মাহাথির মোহাম্মদকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন এবং জোটের প্রেসিডিয়াম কাউন্সিল মিটিংয়ে সভাপতিত্ব করার অনুরোধ জানানো হয়েছিল।

‘কিন্তু তিনি মিটিংয়ে উপস্থিত হতে অস্বীকৃতি জানিয়েছেন’, বলছে পিএইচ।

জোটটি জানিয়েছে, এর প্রেসিডেন্সিয়াল কাউন্সিল গতকাল এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমই।’

জোটটি এ বিবৃতি প্রকাশ করতে দেরি করেছে, কারণ তারা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জাতির উদ্দেশে ভাষণের অপেক্ষায় ছিলেন।

এ ভাষণে অবশ্য মাহাথির একটি নিরপেক্ষ সরকার গঠনে তাকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সূত্র : মালয় মেইল


আরো সংবাদ



premium cement