২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মিয়ানমার সফরে চীনের প্রেসিডেন্ট

- ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিং পিং শুক্রবার মিয়ানমারের রাজধানীতে পৌঁছেছেন। শি’র সফর অং সাং সু চি’র সরকারকে সহায়তা প্রদানে কয়েক বিলিয়ন ডলারের অবকাঠামো চুক্তির পথ সুগম করবে বলে আশা করছে বেইজিং। খবর এএফপি’র।

শি’র সফর উপলক্ষে প্রশস্ত মহাসড়ক ও নেইপিয়াডো’র ম্যায়নেকিরড লন -এ শি’র মুখচ্ছবি সম্বলিত লাল ব্যানারে সাজানো হয় এবং বার্মিজ ও ম্যানডারিনরা তাকে অভিনন্দন জানায়।

চীনের গ্লোবাল বেল্ট ও সড়ক উদ্যোগের অংশ হিসেবে শি বেশ কিছু বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। চুক্তির ফলে গভীর সমুদ্র বন্দর ও পূর্ব থেকে পশ্চিমে দ্রুতগামী ট্রেন চলাচলের মাধ্যমে মিয়ানমারের চেহারা বদলে যেতে পারে।

তবে সমালোচকরা এ সফরকে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের কারণে আন্তর্জাতিক সাবেক মানবাধিকার অঙ্গনের আইকনিক অং সান সু চির বদলে যাওয়া ভাবাধারার বিপরীতে প্রতীকী সহযোগিতা হিসেবে দেখছেন।

শুক্রবার এক স্বাগত অনুষ্ঠান ও নৈশ ভোজের পর শি শনিবার, সু চি ও সেনা প্রধান মিং অং হলাইং-এর সঙ্গে বৈঠক করবেন।


আরো সংবাদ



premium cement

সকল