২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আফগানিস্তানে ২৬ শান্তি কর্মীকে অপহরণ

-

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গাড়িবহরে হামলা চালিয়ে শান্তি আন্দোলনের ২৬ সদস্যকে অপহরণ করেছে তালেবান।

বুধবার ফারাহ প্রদেশ পুলিশের মুখপাত্র মহিবুল্লাহ মহিব জানান, বালা বুলুক জেলায় মঙ্গলবার এ হামলা চালায় তালেবানরা। তারা ছয়টি গাড়িকে থামাতে বাধ্য করে এবং শান্তি আন্দোলনের সদস্যদের অন্য গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান মহিব।

এদিকে, পিপলস পিস মুভমেন্ট অব আফগানিস্তানের বিসমিল্লাহ ওয়াতান্দোস্ত জানান, তাদের ২৭ সদস্যকে অপহরণ করেছে তালেবান। এরপর তাদের সাথে আর যোগাযোগ করা যায়নি। তার তথ্যের সাথে পুলিশের দেয়া অপহৃতদের সংখ্যার এ পার্থক্য তাৎক্ষণিকভাবে মেলানো যায়নি।

তবে, ফরাহ প্রদেশে সক্রিয় থাকা তালেবানরা এ অপহরণের দায় স্বীকার করেনি।

গত শুক্রবার তালেবান অধ্যুষিত হেলমান্দ প্রদেশ থেকে আফগানিস্তানের পিপলস পিস মুভমেন্টের সমাবেশ শুরু হয়।

সূত্র : এপি/ইউএনবি


আরো সংবাদ



premium cement