২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পদত্যাগের কোনো আগ্রহ নেই হংকং নেতার

হংকং
ক্যারি ল্যাম - ছবি : এএফপি

হংকংয়ের নেতা ক্যারি ল্যাম মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, তার পদত্যাগের কোনো আগ্রহ নেই। চীনের দক্ষিণাঞ্চলীয় এ নগরীতে অস্থিরতার জন্য পদত্যাগ করে ক্ষমা প্রার্থনা করতে চান তার এমন কথার অডিও রেকর্ডিং প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করলেন। খবর এএফপি’র।

হংকংয়ে তিন মাস ধরে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মূল ভূখণ্ডে প্রত্যাবর্তনের সুযোগ রেখে একটি আইন পাসে প্রধান নির্বাহী চীনাপন্থী ক্যারি ল্যামের প্রস্তাবের বিরোধিতার মধ্যদিয়ে নগরীটিতে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

হংকংয়ে গণতন্ত্রের দাবিতে অব্যাহতভাবে এ বিক্ষোভ চালানো হচ্ছে। এতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যাচ্ছে।

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে ল্যাম বলেন, ‘গত তিন মাসে আমি নিজে বারবার বলেছি যে, হংকংকে সহায়তা জন্য আমি ও আমার দলের দায়িত্ব পালন করে যাওয়া উচিত।’

ল্যাম বলেন, পদত্যাগ করা নিয়ে চীনা সরকারের সাথে আলোচনা করার কথা তিনি চিন্তাও করেননি।

হংকং অস্থিরতার জন্য তিনি পদত্যাগ করে ক্ষমা প্রার্থনা করতে চান, গত সপ্তাহে ব্যবসায়ী নেতাদের বলা তার এমন কথার একটি অডিও রেকর্ডিং বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করার পর ল্যাম এসব কথা বলেন।

ইংরেজি ভাষায় কথা বলার সময় তিনি বলেন, ‘আমার কোনো পছন্দ থাকলে প্রথমে পদত্যাগ করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতাম।’

উল্লেখ্য, গত জুন মাসে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ১শ’ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে গত সপ্তাহের শেষের দিকে গ্রেফতার হওয়া গণতন্ত্রপন্থী গুরুত্বপূর্ণ নেতা ও রাজনীতিবিদরা রয়েছেন।


আরো সংবাদ



premium cement
পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু স্পেশাল অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রশংসিত দেওয়ানগঞ্জের রবিন সব শিক্ষাপ্রতিষ্ঠান আরো ৭ দিন বন্ধ ঘোষণা থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারো সংঘর্ষ শুরু : থাই সেনাবাহিনী পাঁচবিবিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গায় ১৪০তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো বার্বাডোস সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে : রিজভী কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক পাকিস্তানে একসাথে ৬ শিশুর জন্ম, সবাই সুস্থ ৪০ বছর ধরে মুসল্লিদের ফ্রি চা খাওয়ানো মদিনার সেই বৃদ্ধের ইন্তেকাল

সকল