২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চীনে টাইফুন লেকিমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৮

চীনে টাইফুন লেকিমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ - সংগৃহীত

 চীনের পূর্বাঞ্চলে টাইফুন লেকিমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে রোববার ২৮ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
রোববার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ঝড় ও এর কারণে সৃষ্ট ভূমিধসে দশ লাখেরও বেশি লোককে অন্যত্র সরানো হয়েছে।

রোববার ভোরে প্রচ- শক্তিশালী ঝড়টি ঘন্টায় ১৮৭ কিলোমিটার বেগে ওয়েনলিং নগরীতে আঘাত হানে। এ সময় সমুদ্রের ঢেউ কয়েক মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানে।

শনিবার চীনের জাতীয় টেলিভিশন কেন্দ্র সিসিটিভি জানায়, ওয়েনঝোউ মিউনিসিপালিটিতে ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ১৮ জন প্রাণ হারিয়েছে। এলাকাটি সাংহাই থেকে প্রায় ৪শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বাসস

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, টাইফুন আঘাত হানার আগে দশ লাখেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় ১ লাখ ১০ হাজার লোক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শুধু ঝেজিয়াং প্রদেশেই প্রায় ৩শ’ ফ্লাইট বাতিল এবং ফেরি ও রেল সেবা স্থগিত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement