২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

স্পর্শকাতর এলাকায় চীনের মহড়া

-

যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাইওয়ানের অস্ত্র কেনা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তাইওয়ান সংলগ্ন দক্ষিণপূর্ব সমুদ্র উপকূল এলাকায় বিমান ও নৌ মহড়া চালিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে তাইওয়ানের ২২০ কোটি ডলারের অস্ত্র কেনা নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি এ মহড়া চালানো হয়েছে। তবে বিবৃতিতে মহড়ার দিন-তারিখ বা অন্য কোন বিস্তারিত জানানো হয়নি। অবশ্য একে নিয়মিত বার্ষিক মহড়া হিসেবে উল্লেখ করা হয়েছে।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। এ নিয়ে পশ্চিমাদের সাথে চীনের অনেক দিনের সঙ্কট রয়েছে। কোন পশ্চিমা দেশ তাইওয়ানকে আলাদ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে। যেটি চীনের পছন্দ নয়।

সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক কিছু ট্যাঙ্ক কেনার চেষ্টা করছে।


আরো সংবাদ



premium cement