২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আগুন নিয়ে খেলবেন না, যুক্তরাষ্ট্রকে চীনের হুশিয়ারি

তাইওয়ানের একটি জাতীয় অনুষ্ঠানে পতাকা হাতে দেশটির বাহিনীর সদস্যরা - ছবি : সংগৃহীত

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির খবরে কঠোর হুশিয়ার উচ্চারণ করে চীন বলেছে, আগুন নিয়ে খেলবেন না। তাহলে এর ভবিষ্যত ভালো হবে না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তাইওয়ানের কাছে ট্যাঙ্ক বিক্রির অনুমোদন দেয়ার পর এর পরিণাম বিবেচনা করে দেখতে আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই’ শুক্রবার হাঙ্গেরি সফরকালে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি দেন।

তিনি বলেন, আমরা এই পরিকল্পনার পরিণাম বিবেচনা করতে অনুরোধ করছি। এবং আহ্বান জানাই যে, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না।

তাইওয়ানকে সব সময়ই চীন নিজের অংশ মনে করে আসছে। অন্য দিকে তাইওয়ান চাই স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সরাসরি স্বীকৃতি না দিলেও ট্রাম্প যুগে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। আরটি


আরো সংবাদ



premium cement