২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় গুতেরেসের গভীর উদ্বেগ প্রকাশ

এন্তোনিও গুতেরেস - ছবি : সংগ্রহ

জাতিসঙ্ঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
নিউইয়র্কে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

আজ জাতিসঙ্ঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয় নিয়ে জাতিসঙ্ঘ প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় এই বৈঠক করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী প্রত্যাবাসন শুরু নিয়ে মিয়ানমারের অসহযোগিতাসহ রোহিঙ্গা সংকট নিয়ে বিদ্যমান সমস্যাসমূহ জাতিসঙ্ঘ মহাসচিবকে অবহিত করেন।
তিনি রোহিঙ্গাদের ওপর চালানো বর্বরতা নিয়ে আর্ন্তজাতিক আদালতে মিয়ানমারের জবাবদিহিতার বিষয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র নেয়া পদক্ষেপের কথাও গুতেরেসকে জানান।

ওআইসি সম্প্রতি গাম্বিয়ার নেতৃত্বাধীন তার মন্ত্রীপর্যায়ের এডহক কমিটিকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের মানবাধিকার লংঘনের বিষয়ে আর্ন্তজাতিক আদালতে মামলা করার নির্দেশ দিয়েছে।
গুতেরেস দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও তার জনগণ যে উদারতা দেখিয়েছে তার জন্যে ধন্যবাদ জানান।

মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এসব রোহিঙ্গা কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছে। এদের অধিকংশই এসেছে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে যখন দেশটির সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। জাতিসংঘ একে জাতিগত নিধন হিসেবে বর্ণনা করেছে।
বৈঠককালে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে জাতিসঙ্ঘ প্রধান এবং সংস্থা হিসেবে জাতিসংঘকে অংশ নেয়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব জলবায়ু ইস্যুতে এ দেশের সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানান।
জাতিসংঘ প্রধান জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মিশনে বিরাট অবদানের জন্যে বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বৈঠকে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

এছাড়া, প্রতিমন্ত্রী ইউএন পিস অপারেশনস এর প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকারিক্সের সঙ্গেও বৈঠক করেন। এ সময়ে তিনি বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
ইউএন পিস অপারেশন প্রধান ল্যাকারিক্স জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ ও অগ্রগতির প্রশংসা করেন।
তিনি আশা করেন, জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নারীদের অংশগ্রহণ আরো বাড়াবে।
প্রতিমন্ত্রী তাকে জানান, ধীরে ধীরে বাংলাদেশ নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াবে এবং তা অব্যাহত রাখবে।

একইসঙ্গে তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মিশনে উচ্চপর্যায়ে বাংলাদেশী কর্মকর্তাদের নিয়োগ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
ল্যাকারিক্স বিষয়টি দেখবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।
এ সময়ে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ এবং মন্ত্রী ড. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

 


আরো সংবাদ



premium cement
‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩

সকল