২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

উত্তেজনার মধ্যে আবারো কানাডার নাগরিককে চীনের মৃতুদণ্ড

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝু - সংগৃহীত

চীনের একটি আদালত মাদক চোরাচালানের অভিযোগে কানাডার আরো এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আদালত মঙ্গলবার এক রায়ে ঘোষণা করে, কানাডার নাগরিক ফ্যান ওয়েই’সহ আরো ১০ জনকে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট পরিচালনার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। ওই ১০ জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একজন করে নাগরিক রয়েছেন।

এই সিন্ডিকেট ২০১২ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত তাইশান শহরে মাদক বিক্রি করেছে। তারা অন্যান্য মাদকের সঙ্গে ৬৩ কেজি মেটাফেটামিন উৎপাদন ও বিক্রি করেছে। এদের মধ্যে ফ্যান এবং চীনা এক নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং বাকিরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছে। দণ্ডপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার জন্য ১০ দিন সময় পাবেন।

এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড চীনা আদালতের এ রায়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। তিনি বিশ্বের যেকোনো দেশে মৃত্যুদণ্ডের শাস্তির বিরোধিতা করেন। চীন সরকার ফ্যানের অপরাধকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে বলে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে।  

গত বছরের শেষ দিকে কানাডার সঙ্গে চীনের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর এ নিয়ে চীনে কানাডার দ্বিতীয় নাগরিককে মাদক চোরাচালানোর দায়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। গত জানুয়ারি মাসে কানাডার নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গকে মৃত্যুদণ্ড দেয় চীন।

উল্লেখ্য, মার্কিন অনুরোধে সাড়া দিয়ে গত বছরের ডিসেম্বরে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝুকে গ্রেফতার করে কানাডা।  মেং ওয়াংঝু হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রেন ঝেংফেইয়ের মেয়ে।  ওয়াশিংটন দাবি করছে, ইরানের ওপর আরোপিত মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করেছেন ওয়াংঝু। এই ঘটনার পর বেইজিং অটোয়াকে সতর্ক করে দিয়ে জানায়, ওয়াংঝুকে আমেরিকার হাতে তুলে দিলে কানাডাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সূত্র : পার্স টুডে।


আরো সংবাদ



premium cement
মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান

সকল