২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কা : বন্দুকযুদ্ধে হাশিমের বাবা ও ২ ভাই নিহত

- ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ইস্টার সানডেতে ভয়াবহ সিরিজ হামলার মূল সন্দেহভাজন জাহরান হাশিমের বাবা এবং দুই ভাই । শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন, কলম্বোর সাংরি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছেন জাহরান হাশিম।

দু'দিন আগে সন্দেহভাজনদের গোপন আস্তানায় হামলা চালায় নিরাপত্তা বাহিনী। সে সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় ইস্টার সানডেতে হামলার পেছনে দায়ী মূল হোতা জাহরান হাশিমের বাবা ও দুই ভাই।

জাইনে হাশিম, রিলওয়ান হাশিম এবং তাদের বাবা মোহামেদ হাশিম কে সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাদেরকে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিতে দেখা গেছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার পুলিশ ও সেনাসদস্য নিয়ে গঠিত যৌথবাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ওই তিনজন রয়েছে।

গত রোববার ইস্টার সানডের সকালে কলম্বোর তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল এবং আরও দুই স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় প্রায় ২৫০ জন নিহত এবং আরও কমপক্ষে ৫শ জন আহত হন।


আরো সংবাদ



premium cement