১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারে জেড খনিতে ধস, নিহত অর্ধশতাধিক

মিয়ানমারে জেড খনিতে ধস, নিহত অর্ধশতাধিক - ছবি : সংগ্রহ

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড খনিতে ভূমিধসে চাপা পড়ে অন্তত ৫০ জন ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি টিন সোয়ে বলেন, কাচিন প্রদেশের হপাকান্ত এলাকায় সোমবার রাতের এ ঘটনার পর এখন পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৫৪ জন নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, ‘উদ্ধার প্রক্রিয়া সহজ হবে না, কারণ নিহতরা কাদা মাটির নিচে পড়েছে, আর এটা সাধারণ মাটি নয়। তাই তাদের মরদেহ উদ্ধার করা খুবই কঠিন।’

খনন প্রক্রিয়ায় বর্জন করা পদার্থ যা খনিতে অব্যবহৃত ছিল, সেগুলোর কাদার স্তুপ ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে কাদার হ্রদ তৈরি করেছে।

ভূমিধসের এ ঘটনায় শুধু নিহত শ্রমিকদের ওপরই পড়েনি, মিয়ানমারের থুয়ে কোম্পানি ও ৯ ড্রাগন কোম্পানির বিভিন্ন যন্ত্রাংশও চাপা পড়েছে।

পমিয়ানমারের জেড খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে অনেক লোকের মৃত্যুর হয়।


জনপ্রতিনিধি টিন সোয়ে বলেন, চাপাপড়া শ্রমিকরা মার্টির অন্তত ১০০ ফুট (৩০ মিটার) গভীরে চাপা পড়েছে।

‘এ ধরনের কাদা মাটি সরানোর জন্য কোনো যন্ত্রাংশ নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘এতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় হয়ে যেতে পারে।’

এদিকে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলেও স্থানীয় কর্মকর্তারা এ ব্যাপারে কোনো জবাব দেননি, তবে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে মিয়ানমার সরকারের তথ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে জানানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement