২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের ভূমিকায় জাতিসঙ্ঘও হতাশ!

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস - সংগৃহীত

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবর্তনে মিয়ানমারের কার্যক্রমের সমালোচনা করে একে ‘খুবই ধীরগতির’ বলে উল্লেখ করেছেন। তাদের এই ধীরগতির কারণে হতাশা সৃষ্টি হয়েছে বলেও মনে করেন জাতিসঙ্ঘ মহাসচিব।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মহাসচিব।

প্রায় আট লাখ রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের সামরিক বাহিনীর নির্মম অত্যাচার থেকে বাঁচতে প্রতিবেশি বাংলাদেশে তারা আশ্রয় নেন। ২০১৭ সালের ২৫ আগস্ট সেদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্মম অত্যাচার শুরু হয়।

মিয়ানমার বাংলাদেশের সাথে কিছু রোহিঙ্গা মুসলিমকে প্রত্যাবর্তনের জন্য চুক্তি করেছে। কিন্তু বিশ্ব সংস্থাটি রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ আশ্রয় ও তাদের নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেছেন।

জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে মিয়ানমারের ভূমিকায় আমি খুবই হতাশ,এবং তাদের (রোহিঙ্গাদের) ভোগান্তি আমাকে পীড়া দিচ্ছে। তিনি আরো বলেন, আমরা তাদের ফিরে যাওয়ার উপর গুরুত্বারোপ করছি কিন্তু এজন্য সবার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 


আরো সংবাদ



premium cement
রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭

সকল