২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরানে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

বিমানবন্দরের সীমানা প্রাচীরের উপর বিধ্বস্ত হওয়ার পর বিমানটি একটি আবাসিক বাড়িতে আঘাত হানে - সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে একথা বলা হয়।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিমানটিতে মোট ১৬ জন আরোহী ছিলেন। বিধ্বস্তের পর কেবল একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার জীবিত রয়েছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইরানের বিমান সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহ দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি’কে বলেন,‘বোয়িং-৭০৭ মডেলের এই কার্গো বিমান আলবোর্জ প্রদেশের ফাত বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে রানওয়ের বাইরে পড়ে যায়।’

আইআরআইবি জানায়, তেহরানের পূর্বে আলবোর্জ প্রদেশে ফাথ বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে পাইলট ভুল রানওয়ে নির্ধারণ করায় এ দুর্ঘটনা ঘটে। এটি একটি সামরিক কার্গো বিমান। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে মাংস পরিবহন করা হচ্ছিল।


আরো সংবাদ



premium cement