২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তালেবানের সাথে বৈঠকের কথা নিশ্চিত করল ইরান

তালেবানদের একটি প্রতিনিধিদল - ফাইল ছবি

আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার লক্ষ্যে তালেবানের সাথে আলোচনায় বসার খবর নিশ্চিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তেহরানে তালেবান প্রতিনিধিদের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। আফগান সরকারের সাথে সমন্বয় করেই এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান কাসেমি।

তিনি আরো বলেন, তালেবান আফগানিস্তানের শতকরা ৫০ ভাগের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতাসহ অন্যান্য ইস্যুতে আলোচনা করার জন্য তালেবানের পক্ষ থেকেই ইরানের সাথে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করা হয়েছিল।

বাহরাম কাসেমি বলেন, আফগানিস্তানের সাথে ইরানের দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে বলে দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা দূর করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে চায় তেহরান।

এদিকে তালেবানের সাথে আলোচনার ব্যাপারে কথা বলতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান সফর করেছেন বলে নিশ্চিত করেছে তেহরান।


আরো সংবাদ



premium cement