২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিদেশ সফরে ব্যর্থতা : তুলাধুনা শাস্ত্রী-কোহলিকে

বিদেশ সফরে ব্যর্থতা : তুলাধুনা শাস্ত্রী-কোহলিকে - ছবি : সংগ্রহ

গত ১৫ বছরে বিদেশ সফরকারী সেরা ভারতীয় দল এটা’-এমনটাই দাবি করেছিলেন ‘টিম ইন্ডিয়া’ কোচ রবি শাস্ত্রী। যা নিয়ে সাবেক অধিনায়ক সুনীল গাভাসকারও কড়া সমালোচনা করেছিলেন। এবার শাস্ত্রীকে খোঁচা দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআইয়ের প্রশাসক কমিটি। বিনোদ রাইরা বলেছেন, ‘এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার জনতার হাতেই ছেড়ে দেয়া ভালো।’

সম্প্রতি সিওএ’র সঙ্গে হায়দরাবাদে বৈঠকে বসেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানে হাজির ছিলেন কোচ রবি শাস্ত্রী, ক্যাপ্টেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে ও পরে যোগ দেন রহিত শর্মা। সিরিজ হারের পর এক ভারতীয় সাংবাদিক বিরাট কোহলিকে শাস্ত্রীর এই দাবি নিয়ে প্রশ্ন করেছিলেন। যা শুনে বেজায় চটে গিয়েছিলেন বিরাট। তিনি সাংবাদিকের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিয়েছিলেন সংবাদ সম্মেলনে।

এই ব্যাপারটি মোটেই ভালো চোখে নেয়নি সিওএ। পাশাপাশি রবি শাস্ত্রী সিওএ’র প্রতিনিধিদের বোঝানোর চেষ্টা করেন, ভারতীয় মিডিয়া সব সময় ক্রিকেটারদের সমালোচনা করে থাকে। কেন গত ১৫ বছরে এটাই সেরা সফরকারী ভারতীয় দল বলেছিলেন, তার ব্যাখ্যাও দিতে চান শাস্ত্রী। তখন নাকি শাস্ত্রীকে চুপ করিয়ে দেন প্রশাসক কমিটির এক সদস্য বলেন, ‘এটা সেরা সফরকারী ভারতীয় দল কিনা তা বিচারের দায়িত্ব আপনার নয়, এটা সাধারণ মানুষকেই ঠিক করতে দেয়া ভালো।’ শাস্ত্রীর সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও সতর্ক করে দিয়েছে সিওএ।

বলা হয়েছে, ভারতীয় বোর্ড ক্রিকেটারদের যাবতীয় চাহিদা মতো সুযোগ-সুবিধা প্রদান করছে। তাই বিদেশের মাটিতে সাফল্য চেয়ে বোর্ড মোটেই কোনো অন্যায় করছে না। উল্লেখ্য, বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বিরাট কোহলিরা হেরেছিলেন। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভারতীয় দল ইংল্যান্ড সফরের ক্রীড়াসূচিতে বদল এনেছিল। তাতেও লাভ হয়নি। টেস্ট সিরিজে ভারত ইংল্যান্ডের কাছে বিশ্রীভাবে হারে। এই সব তথ্য টেনে এনে সিওএ’র এক প্রতিনিধি বলেন ‘ক্রিকেটারদের সুযোগ সুবিধার কোনও খামতি রাখা হচ্ছে না। কিন্তু পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না।’

এদিকে, ভারত অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি এক ক্রিকেটপ্রেমীকে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন। প্রশাসক কমিটি এই বিষয়টিকে মোটেই ভালো চোখে নিচ্ছে না। সিওএ’র এক প্রতিনিধি বলেছেন, ‘এই ধরনের মন্তব্য করার আগে বিরাটের আরো সতর্ক থাকা উচিত ছিল। মনে রাখতে হবে, ক্রিকেটপ্রেমীরা ইনভেস্ট করছে বলেই ক্রিকেটাররা এতো টাকা রোজগার করছে। তবে কোহলি যেহেতু এটি ব্যক্তিগত ফোরামে করেছে, তাই এই ব্যাপারে বোর্ড হস্তক্ষেপ করতে চায় না।’


আরো সংবাদ



premium cement