২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তালেবান হামলায় মার্কিন জেনারেল আহত

তালেবান হামলায় মার্কিন জেনারেল আহত - ছবি : সংগৃহীত

খবর বেরিয়েছে যে, গত সপ্তাহে কান্দাহারে তালিবান যে হামলা চালিয়েছিল, তাতে আহতদের মধ্যে একজন উচ্চপদস্থ মার্কিন সেনা কর্মকর্তাও রয়েছেন৷ এ রাজ্যের ভোটগ্রহণ এক সপ্তাহ পেছানো হয়েছে৷

ঐ সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জেফরি স্মাইলি৷ তিনি আফগানিস্তানে ন্যাটো মিলিটারি অ্যাডভাইজরি মিশনের প্রধান৷ সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট লিখেছে, কমপক্ষে একটি গুলি খেয়েছেন স্মাইলি৷

গত সপ্তাহে আফগানিস্তানে ইউএস ও ন্যাটো'র কমান্ডার জেনারেল স্কট মিলার ও আফগান পুলিশ প্রধান জেনারেল আবদুল রাজিকসহ বেশ ক'জন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রচণ্ড নিরাপত্তার মধ্যে জরুরি বৈঠক করছিলেন৷ বৈঠক শেষে হঠাৎ করে আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরা এক বন্দুকধারী গুলি করা শুরু করেন৷ এতে জেনারেল রাজিকসহ কান্দাহারের আঞ্চলিক গোয়েন্দা প্রধান ও একজন আফগান সাংবাদিক মারা যান৷ সেই সময়ই গুলিবিদ্ধ হন ব্রিগেডিয়ার স্মাইলি৷

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার তাৎক্ষণিকভাবে তিনজন মার্কিন নাগরিক আহত হবার খবর টুইট করেন৷ পরে স্মাইলির নাম নিশ্চিত করেন তিনি৷

গত কয়েক মাসে বিভিন্ন হামলায় শত শত লোক হতাহত হয়েছেন৷ ফলে দেশের নিরাপত্তা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে৷ এছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সীমাবদ্ধতার বিষয়টিও উঠে এসেছে৷

এই ঘটনার পর এত নিরাপত্তার মধ্যেও কীভাবে ‘টার্গেটেড কিলিং' সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যুক্তরাষ্ট্রের জন্যও এটা ভাবনার ব্যাপার৷ তাদের সেনা কর্মকর্তারা হামলার শিকার হলেও সাধারণত আহত হন না৷

এদিকে, আফগানিস্তানের জাতীয় নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণের পর ভোট গণনা হচ্ছে৷ তবে নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে৷ হামলার ঘটনার পর কান্দাহারের ভোট এক সপ্তাহ পিছিয়ে আগামী শনিবার করা হয়েছে৷ দুই দিনে মোট ৮৮ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৪০ লাখ ভোট দিয়েছেন৷ নির্বাচনকে ঘিরে হামলায় শিশুসহ ৫০ জন মারা গেছেন৷

দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সম্পন্ন
বাসস

আফগানিস্তানে সংসদ নির্বাচনে রোববার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার প্রথমদিনের ভোট গ্রহণ চলাকালে ব্যাপক সহিংসতায় অরাজক পরিস্থিতি তৈরি হয়।

সরকারি হিসেবে বলা হয়, প্রায় ৩০ লাখ ভোটার তালেবান বিদ্রোহীদের হামলাকে উপেক্ষা করে দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসে।

দ্য ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশন (আইইসি) বলেছে, রোববার ৪০১টি ভোটকেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে।

দেশটিতে ২০০১ সালে তালেবানের পরাজয়ের পর এটি তৃতীয় সংসদ নির্বাচন। প্রায় ৯০ লাখ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

এদিকে সরকারি হিসেবে বলা হয়েছে, দেশজুড়ে নির্বাচন সংক্রান্ত হামলায় প্রায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে বহুলোক।

অন্যদিকে বিদ্রোহী গ্রুপগুলোর দাবি তারা শনিবার ‘ভুয়া’ নির্বাচনকে কেন্দ্র করে চারশোরও বেশি হামলা চালিয়েছে।


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী

সকল