২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নেপালে তুষারঝড়ে ৮ পর্বতারোহীর মৃত্যু

-

নেপালের গুর্জা পর্বতে তুষারঝড়ের কবলে পড়ে আট পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। তুষারঝড়ে তাদের তাবু বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। নেপালি কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকর্মীরা আটজনের লাশ উদ্ধার করে। এদের মধ্যে দক্ষিণ কোরিয়ার সাত পবর্তারোহী ও তাদের নেপালি গাইড রয়েছে। তবে বিরূপ আবহাওয়া ও তুষারপাতের কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

পুলিশ কর্মকর্তা শৈলেশ থাপা বলেন, ‘প্রবল তুষারঝড়ের কারণে গাছ-পালা ভেঙে পড়ে এবং তাবু ছিন্নভিন্ন হয়ে যায়। এমনকি লাশগুলোও ছড়িয়ে-ছিটিয়ে ছিলো।’ অপর একজন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

দলটির আয়োজক সংস্থা ট্র্যাকিং ক্যাম্প নেপালের কর্মকর্তা ওয়াংচু শেরপা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পর্বতারোহীদের সাথে কোনো সংযোগ না ঘটায় তারা ঘটাতে দুর্যোগ সতর্কতা জারি করেন। গ্রামবাসী ও হেলিকপ্টার দিয়ে তাদের সন্ধান করেন।’

দক্ষিণ কোরিয়ান দলটি ও তাদের গাইড গুর্জা পর্বতের সাত হাজার ১৯৩ মিটার উচ্চতায় (২৩ হাজার ৫৯৯ ফুট) ক্যাম্প স্থাপন করেছিলো। তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষায় ছিলো পর্বতের চূড়ায় উঠার জন্য।


আরো সংবাদ



premium cement