২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান হচ্ছেন আনোয়ার ইব্রাহিম - ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় পিকেআর দলের প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম। দলীয় প্রধান নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৫ আগস্ট পেরিয়ে গেলেও আনোয়ার ইব্রাহিম ছাড়া কারো নামে মনোনয়নপত্র জমা না হওয়ায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হলো। 

একই সাথে ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের সমঝোতা অনুযায়ী দুই বছর পর প্রধানমন্ত্রী হওয়ার পথেও তিনি আরেক ধাপ এগিয়ে গেলেন। আনোয়ার ইব্রাহিমকে দলীয় প্রধান হিসেবে দায়িত্ব হস্তান্তর করবেন তার স্ত্রী ও উপপ্রধানমন্ত্রী আজিজাহ ওয়ান ইসমাইলের কাছ থেকে। ১৯৯৯ থেকে তিনি দলটি চালিয়ে আসছেন। তবে আনোয়ারকে প্রধানমন্ত্রী হতে হলে তাকে উপনির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। 

আনোয়ার ইব্রাহিম জানান, দলের প্রধান এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজাহ ইসমাইলি, পিকেআর’র ডেপুটি প্রধান আজমিন আলিসহ দলের অন্য নেতাদের সমর্থন পাওয়ার পরেই তিনি দলের প্রধান হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন। এ পর্যন্ত কেউই আনোয়ার ইব্রাহিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়নি। পিকেআর’র মনোনয়নপত্র দেয়া শুরু হয় ২৭ জুলাই এবং শেষ হয় ৫ আগস্ট। ভোটাভুটি ২৪ আগস্ট থেকে শুরু হবে এবং ফলাফল ঘোষণা দেয়া হবে নভেম্বরে।

আরো পড়ুন :

মাহাথিরের গোপন প্রস্তাব ফাঁস করলেন আনোয়ার ইব্রাহিম
ফ্রি মালয়েশিয়া টুডে 

মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানের জন্য নতুন প্রধানমন্ত্রীকে সময় দিতে সরকারের পদ নিতে মাহাথিরের প্রস্তাব গ্রহণ করেননি বলে জানিয়েছেন পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) নেতা আনোয়ার ইব্রাহিম। শনিবার রাতে দেশটির ‘সেবেরাং জয়া’তে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি স্বীকার করেন, ক্ষমতার ভাগাভাগি নিয়ে মাহাথিরের সঙ্গে তার দুটি দীর্ঘ বৈঠক হয়েছিল। তিনি বলেন, ‘আমার সঙ্গে মাহাথির প্রথম বৈঠকটি করেন হাসপাতালে এবং তারপর গত সপ্তাহে তার অফিসে দ্বিতীয় বৈঠকটি হয়েছে।’

আনোয়ার বলেন, “বৈঠকে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কোনো পদ চাই কি না। আমি তাকে ‘না’ বলেছিলাম। কারণ দেশের প্রাতিষ্ঠানিক পরিবর্তন করতে আমি তাকে সময় দিতে চেয়েছি।” তিনি আরো বলেন, ‘এবং আমি দেখতে পাচ্ছি যে জনগণও তার নেতৃত্বকে ভালোভাবে গ্রহণ করেছে। এজন্য আলহামদুলিল্লাহ।’


তিন বছর কারাভোগের পর ১৫ মে মুক্তি পান আনোয়ার ইব্রাহিম। দেশটির জনপ্রিয় এই নেতা জানান, নির্বাচনে তাদের সমর্থনের জন্য ভোটারদের ধন্যবাদ জানাতে তিনি কিছু সময়ের জন্য পুরো দেশ সফরে করতে চান। আনোয়ার বলেন, ‘এখন অন্তত আমার পরিবারের সঙ্গে থাকতে ও কিছু লেখালেখি করার জন্য সময় আছে।’

এ ছাড়া মাহাথিরের অতীত অন্যায় কর্মের জন্য তাকে ক্ষমা করে দিতে আনোয়ার তার সমর্থকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশ পুনর্গঠনে পাকাতান হারাপানের প্রধানের প্রতি বিশ্বাস রাখতেও তিনি অনুরোধ জানান। তিনি বলেন, মালয়েশিয়াকে সংস্কার করার এবং দুর্নীতি থেকে মুক্তির জন্য মাহাথিরের আন্তরিকতার কারণে তিনি নিজে তাকে (মাহাথিরকে) ক্ষমা করেছেন। যিনি একদা তাকে কারাগারে পাঠিয়েছিলেন, সেই ব্যক্তিকে ক্ষমা করা খুব সহজ ছিল না বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমি তাকে ক্ষমা করেছি। আমি আন্তরিকভাবে তাকে ক্ষমা করেছি। তিনি নিজেই স্বীকার করেছেন যে আমাকে বরখাস্ত করা তার অনেক বড় ভুল ছিল। কেউ যদি নিজের ভুল স্বীকার করে নেয়, তখন আর কী বলার থাকতে পারে? আমি মনে করি ক্ষমার জন্য এটি যথেষ্ট।’ তার এক সময়ের শত্রুর সঙ্গে জোট গঠন করায় অনেকেই তার সমালোচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আমার কাছে প্রশ্ন রাখত- মাহাথিরের সত্যিই কি কোনো পরিবর্তন হয়েছে?’

তিনি বলেন, ‘জবাবে আমি তাদের এই কথা বলেছি, আমি তার কারণে কারাভোগ করেছি ঠিক আছে, তার পরেও আমি তাকে ক্ষমা করেছি। দ্বন্দ্ব ভুলে আমরা কি এগিয়ে যেতে পারি না?’


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী

সকল