১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মাহাথিরের অতীত অভিজ্ঞতা দেশের জন্য অবদান রাখতে পারবে : আনোয়ার ইব্রাহিম

মাহাথিরের অতীত অভিজ্ঞতা দেশের জন্য অবদান রাখতে পারবে : আনোয়ার ইব্রাহিম - সংগৃহীত

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বিজয়ী হতে আনোয়ার ইব্রাহিমের সহকর্মী ও সমর্থকদের সমর্থন পেতে প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ তাকে ব্যবহার করেছেন বলে স্বীকার করেছেন পিকেআর নেতা।

তবে পিকেআর-এর ডি-ফ্যাক্টো নেতা জানিয়েছেন, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কারণ পাকাপান হারাপানের এজেন্ডা বাস্তবায়নে মাহাথির প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিবিসির লায়স ডুসেটকে বলেন, ‘অতএব, যতক্ষণ পর্যন্ত আমরা একটি পরিপক্ব গণতন্ত্রের দিকে অগ্রসর হব, ততক্ষণ পর্যন্ত আমার জন্য ঠিক আছে। দুর্নীতি এবং অতীতের যেসব অত্যাচার করা হয়েছে, তা দূর করার জন্য আমরা কাজ করছি।’


তার এক সময়ের শত্রু ও বর্তমানে মিত্রে পরিণত হওয়ার মাহাথির তার উদ্দেশ্য বাস্তবায়নের তাকে (আনোয়ার) ব্যবহার করার বিষয়ে তিনি চিন্তিত ছিলেন কিনা-ডুসেটের এমন প্রশ্নের জবাবে সাবেক উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে একজন আরেকজনকে ব্যবহার করেই থাকেন। এটা খুবই স্বাভাবিক ঘটনা।’

সমকামিতা ও দুর্নীতির অভিযোগে আনোয়ারের কারারুদ্ধের জন্য অনেকেই মাহাথিরকে দায়ী করে থাকেন। গত ৯ মে দেশটির সাধারণ নির্বাচনে পিএইচ জোট বিপুল বিজয় লাভ করে।

গত মাসে আনোয়ারকে রাজকীয় আদেশে ক্ষমা করে দেয়া হয় এবং সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রশাসনের অধীনে পাঁচ বছর মেয়াদের কারাবাস থেকে মুক্তি পান।

মাহাথিরের সংস্কার প্রসঙ্গে আনোয়ার জানান, দেশকে কার্যকরভাবে নেতৃত্ব দিতে তিনি মাহাথিরকে সময় দিতে চান।

দুর্নীতির দায়ে অভিযুক্ত ‘উমনো’ পার্টির সাবেক প্রধানকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়।

আনোয়ার জানান, এই বিষয়ে তিনি তার উদ্বেগকে অস্বীকার করছেন না এবং এ নিয়ে তিনি মাহাথিরের কাছে প্রশ্নও তুলেছেন।

আনোয়ার বলেন, ‘তিনি (মাহাথির) আমাকে বলেছেন, তাদের মধ্যে এ নিয়ে ভাল বোঝাপড়া হয়েছে এবং তার অতীত অভিজ্ঞতা দেশের জন্য অবদান রাখতে পারবে।’


আরো সংবাদ



premium cement
সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র

সকল