২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নতুন কর যুক্তরাষ্ট্রের, কড়া জবাব চীনের

নতুন কর যুক্তরাষ্ট্রের, কড়া জবাব চীনের - সংগৃহীত

শেষ পর্যন্ত চীনের রফতানিকৃত পণ্যের ওপর নতুন মাশুল তালিকা অনুমোদন করেই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে বেইজিং। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গিয়ে ট্রাম্পের বাণিজ্যনীতিকে একহাত নিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং। এর ফলে বিশ্বের দুই শক্তিধর দেশের মধ্যে বাণিজ্য-যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা। হোয়াইট হাউস সূত্রের খবর, আজ চীনের রফতানিনিকৃত বিভিন্ন পণ্যের উপর শুল্ক নির্ধারণের নয়া তালিকা অনুমোদন করেছেন ট্রাম্প। যা চীনের ৫০ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি বাণিজ্যে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের মার্চ মাসে চীনের রফতানিকৃত পণ্যের উপর নতুন হারে শুল্ক লাগুর কথা ঘোষণা করেন ট্রাম্প। তার পরই চীনের সঙ্গে আমেরিকার ঠাণ্ডা লড়াই শুরু হয়ে যায়। চীন জানিয়ে দেয়, মার্কিন প্রশাসন নয়া মাশুলনীতি কার্যকর করলে মোক্ষম জবাব দেবে তারা। ট্রাম্পও পাল্টা হুমকি দিয়ে বলেছিলেন, চীন বেশি বাড়াবাড়ি করলে তাদের ১০০ মার্কিন ডলার রফতানি বাণিজ্যের ওপর নয়া মাসুলনীতি কার্যকর করা হবে। এর পর মে’র মাঝামাঝি সময়ে বাণিজ্যক সংক্রান্ত দু’ দফার আলোচনার পর সুর নরম করে দুই পক্ষই। এবং তাতে বিশ্ব বাণিজ্য-যুদ্ধে আপাতত ‘সংঘর্ষ বিরতি’র আবহ তৈরি হয় আমেরিকা ও চীনের মধ্যে। চলতি মাসের প্রথমার্ধে ফের ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যিক আলোচনা হলেও সমাধান সূত্র মেলেনি।

হোয়াইট সূত্রে জানা গেছে, গতকাল মার্কিন বাণিজ্য সচিব, রাজস্ব সচিব এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টানা ৯০ মিনিটের বৈঠক করেন ট্রাম্প। সেখানে দীর্ঘ আলোচনার পর চীনের রফতানিকৃত পণ্যের ওপর নতুন হারে শুল্ক আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। এবং তুন মাশুল তালিকায় সিলমোহরও দেন তিনি।

জানা গেছে, প্রথামাফিক সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার। ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পরপরই কড়া বিবৃতি দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, চীনের বাণিজ্য স্বার্থকে নষ্ট করতেই একতরফাভাবে নতুন মাশুল তালিকা অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন। চীনও এব্যাপারে হাত গুটিয়ে বসে থাকবে না। চীনের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় খুব শিগগিরই ন্যায়সঙ্গত পথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে শুয়াং জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
গাজা ইস্যুতে ইউরোপের নীতির সমালোচনায় অ্যামনেস্টি রানা প্লাজা ধসের ১১ বছর গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ

সকল