১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ট্রাম্পের সাথে বৈঠক, কিমের নিরাপত্তায় অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান

ট্রাম্পের সাথে বৈঠক, কিমের নিরাপত্তায় অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান - সংগৃহীত

নিজের নিরাপত্তা নিয়ে বরাবরই চিন্তায় থাকেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ প্রাণসংশয়ে তিনি যান না দেশের বাইরে৷ এমনকী যোগ দেন না জাতিসঙ্ঘের বৈঠকেও৷ তবে নিরাপত্তার ইস্যুতে কেবলমাত্র চীনকেই চোখ বন্ধ করে ভরসা করেন তিনি৷ আর সেই ভরসার জায়গা থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকেও তিনি সঙ্গী করেছেন লাল চীনকে৷ সূত্রের খবর, যখন দেশীয় বিমানে সওয়ার হয়ে কিম সিঙ্গাপুরের উদ্দেশে যাবেন, তখন তার বিমানকে কড়া প্রহরা দিয়ে নিয়ে যাবে চীনা বিমানবাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটনের কাছে পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ যথেষ্ট অস্বস্তিকর৷

হংকং-এর একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী ১২ জুন হতে চলা ঐতিহাসিক বৈঠকের আগেই উত্তর কোরিয়ার উদ্দেশে তাদের বিমানবাহিনীর একটি বিমান পাঠাতে চলেছে চীন৷ নর্থ কোরিয়া এয়ারফোর্স ওয়ানের সঙ্গে কিমের নিরাপত্তা বলয়ে যোগদান করবে সেই চীনা বিমানবাহিনীর যুদ্ধবিমান বিমানটিও৷ এর ফলে কেবল কিমের নিরাপত্তা জোরদারই হবে না৷ পাশাপাশি ওয়াশিংটন ও সিওলকে বার্তা দেয়া যাবে বেইজিং ও পিয়ংইয়ং-এর জোট কতটা মজবুত৷

২০১১-তে ক্ষমতায় আসার পর চলতি বছরেই প্রথম বিদেশ সফর করেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ তাও গিয়েছেন আপন বন্ধু চীনে৷ নিজের সবুজ রঙের ব্যক্তিগত ট্রেনে চড়েই চিনে যাত্রা করেছিলেন তিনি৷ বিশেষ প্রযুক্তিতে তৈরি সেই ট্রেনে পারমাণবিক বিস্ফোরণেও যে কেউ কয়েক ঘণ্টা বেঁচে থাকতে পারবেন। ওই ট্রেন থেকেই আস্ত একটা দেশ বা সরকার চালানো যায়। এমনই সব অত্যাধুনিক ও চমকপ্রদ ব্যবস্থা রয়েছে তাতে। নিজের গাড়ি, জাহাজ, কপ্টার, ট্রেন ছাড়া কোনো কিছুতেই তিনি চড়েন না। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক হচ্ছে উত্তর কোরিয়া থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে সিঙ্গাপুরে৷ এই পথ কেবলমাত্র বিমানেই যাওয়া সম্ভব৷ কিন্তু সে ক্ষেত্রে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে চিন্তায় ছিল উত্তর কোরিয়া৷ তবে চীনা বিমানবাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান কিমের সফর সঙ্গী হওয়ায় সেই চিন্তা কিছুটা লাঘব হচ্ছে বলে স্বীকার করে নিচ্ছে পিয়ংইয়ং৷

বৈঠক সফল হলে কিমকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে পারেন ট্র্র্র্রাম্প

সিঙ্গাপুরের সম্মেলন যদি ঠিকঠাকমতো হয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নেতা কিম জং-উনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাতে পারেন। আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম নজিরবিহীন বৈঠকে হতে চলেছে।
ওই বৈঠক নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে বৈঠকের পর ট্রাম্প তার এ ইচ্ছার কথা জানান।

তিনি বলেন, কোরিয়া যুদ্ধের অবসানে সম্ভাব্য একটি চুক্তিতে উপনীত হওয়া গেছে। যদিও এটা আমাদের আলোচনার সব থেকে সহজ অংশ। এরপর যে অংশগুলো নিয়ে আলোচনা হবে সেটা সত্যিই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ওই অঞ্চলে তাদের মিত্র দেশগুলো সম্পূর্ণরূপে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ চায়। তবে ট্রাম্প জানেন এজন্য ‘দীর্ঘ আলোচনার প্রয়োজন’। এক বৈঠকে এই লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব নাও হতে পারে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র প্রকল্প বন্ধ করতে সবসময়ই ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ কথা বলে এসেছেন ট্রাম্প। তবে এখন আর তিনি এ কথা বলতে চান না, ‘কারণ আমরা এখন বন্ধুত্বপূর্ণ আলোচনার দিকে অগ্রসর হচ্ছি’।

তবে ট্রাম্প সতর্ক করে দিয়ে এও বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে এখনো তিনি অনেক নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।
সিঙ্গাপুরের সম্মেলন যদি ঠিকমতো অগ্রসর না হয় তবে সেটি থেকে ‘বেরিয়ে আসতে সম্পূর্ণ প্রস্তুত আছেন’ জানিয়ে ট্রাম্প বলেন, সব ঠিকঠাকমতো হলে কিমকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উড়িয়ে দেয়া যাবে না। ট্রাম্প বলেন, ‘নিশ্চিতভাবেই যদি সব ঠিকমতো হয়, যদিও আমার মনে হয় সব ঠিকই থাকবে। আমার বিশ্বাস কিম এটিকে খুবই ইতিবাচক হিসেবে নেবেন, তাই মনে হয় এটি হতে পারে।’ কিমের সাথে বৈঠকের প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার প্রস্তুতি খুব ভালো হয়েছে বলেই আমার মনে হয়। যদিও আমার খুব বেশি প্রস্তুতির প্রয়োজন হবে বলে মনে হয় না। এটি দৃষ্টিভঙ্গির বিষয়, এটি ভালো কিছু করার ইচ্ছার বিষয়।’ যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রোডম্যান বেশ কয়েকবার উত্তর কোরিয়া সফর করেছেন এবং কিমের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।
রোডম্যানকে সম্মেলনে ডাকা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। ওই গুঞ্জন উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি চমৎকার একজন মানুষ, আমি তাকে পছন্দ করি। না, তাকে আমন্ত্রণ জানানো হয়নি।’


আরো সংবাদ



premium cement
ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক

সকল